অনলাইনে আয় করার ২৫ টি জনপ্রিয় উপায়
আপনি বেছে নিন কোন উপায়ে কাজ করবেন।
অনলাইনে আয় করা কোনো স্বপ্ন নয় । দেশের অধিকাংশ মানুষই এখন অনলাইনের মাধ্যমে তাদের আয়কে দিগুন করে তুলছে । আপনিও পারবেন । অনলাইন আয় শুরু করার আগে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির উপর কাজ করবেন । অনলাইনে আয় বিষয়ক বিভিন্ন গুরুত্বপুর্ণ উপায়ঃ
১. একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরী করুন এবং অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক যেমন গুগল অ্যাডসেন্স বা ক্রয়বিক্রয় (buysell) অ্যাড এর মাধ্যমে আয় করতে পারেন|
আপনি চাইলে গুগল ডাবলক্লিক এর মাধ্যমেও সরাসরি আয় করতে পারেন । অনেকের কাছেই অ্যাডসেন্স অ্যপ্রুভ করা ঝামেলার বিষয় । কিভাবে অ্যাডসেন্স অ্যপ্রুভ করবেন প্রয়োজনীয় নির্দেশনাবলি দেখুন অ্যাডসেন্স নির্দেশনা ।
২.মেইলচিম্পের মাধ্যমে ইমেইল নিউসলেটার সেল করে আয় করতে পারেন । স্পন্সর বা সাবস্ক্রাইবার খুজে বের করতে হবে । যেখানে ভিজিটররা নিউসলেটার পাওয়ার জন্য টাকা দিয়ে সাবস্ক্রাইব করবে ।
২.মেইলচিম্পের মাধ্যমে ইমেইল নিউসলেটার সেল করে আয় করতে পারেন । স্পন্সর বা সাবস্ক্রাইবার খুজে বের করতে হবে । যেখানে ভিজিটররা নিউসলেটার পাওয়ার জন্য টাকা দিয়ে সাবস্ক্রাইব করবে ।
HackerNewletter,
Nowlknow এবং Launch.co এই ধরনের কাজের ভালো উদাহারণ হতে পারে ।
৩. নিজের ইউটিউব চ্যানেল খুলুন এবং ইউটিউবের পার্টনার হয়ে যান । আপনি Oneload সাইটটি ব্যবহার করে আপনার ভিডিওটি অনেক সাইটে ছড়িয়ে দিতে পারেন ।
৪. সৃজনশীল কিছু তৈরী করুন যেমন হ্যান্ডবেগ জুয়েলারি পেইন্টিং বা কুটিরশিল্প ইত্যাদি এবং তা বিক্রয় করতে পারেন ইটসি, আর্টফায়ার বা ই-বে তে বিক্রয় করতে পারেন ।
৩. নিজের ইউটিউব চ্যানেল খুলুন এবং ইউটিউবের পার্টনার হয়ে যান । আপনি Oneload সাইটটি ব্যবহার করে আপনার ভিডিওটি অনেক সাইটে ছড়িয়ে দিতে পারেন ।
৪. সৃজনশীল কিছু তৈরী করুন যেমন হ্যান্ডবেগ জুয়েলারি পেইন্টিং বা কুটিরশিল্প ইত্যাদি এবং তা বিক্রয় করতে পারেন ইটসি, আর্টফায়ার বা ই-বে তে বিক্রয় করতে পারেন ।
৫. টি-শার্টের ডিজাইন করুন এবং www.threadless.com জাজে বা ক্যাফেপ্রেস এ রাখুন আর বিক্রয় করুন ।
৬. নিজের অনলাইন স্টোর তৈরী করুন তা নিজস্ব ডোমেইন বা সপিফাই (Shopify), স্কয়ার (লিংক: http://www.squarespace.com) স্পেস এ হতে পারে । যেকোন বস্তু খাবার থেকে শুরু করে ডিজিটাল পণ্য সবই সেল করতে পারেন ।
৬. নিজের অনলাইন স্টোর তৈরী করুন তা নিজস্ব ডোমেইন বা সপিফাই (Shopify), স্কয়ার (লিংক: http://www.squarespace.com) স্পেস এ হতে পারে । যেকোন বস্তু খাবার থেকে শুরু করে ডিজিটাল পণ্য সবই সেল করতে পারেন ।
৭. যে কোন বিষয়ের উপর বই লিখুন । তা কিন্ডেল স্টোর, গুগল বা আইবুক এ প্রকাশ করুন । আপনি চাইলে ই-বুক হিসাবে অন্য রিটেইলার দের কাছে ও বিক্রয় করতে পারেন । অন্য রিটেইলার বিক্রয়ের জন্য স্মাশউড (Smashwoods) বা বুকবেবি (BookBaby) ব্যবহার করতে পারেন ।
৮. ইউডেমি (Udemy) বা স্কিল শেয়ারের (SkillShare) শিক্ষক হিসাবে যোগদান করুন । আপনার প্রিয় বিষয় নিয়ে টিউটোরিয়াল তৈরি করুন । গিটার থেকে শুরু করে সাহিত্য ইয়োগা থেকে বিদেশী ভাষা যেকোন কিছু আপনি আর্ন্তজাতিকভাবে শেখাতে পারেন ।
৮. ইউডেমি (Udemy) বা স্কিল শেয়ারের (SkillShare) শিক্ষক হিসাবে যোগদান করুন । আপনার প্রিয় বিষয় নিয়ে টিউটোরিয়াল তৈরি করুন । গিটার থেকে শুরু করে সাহিত্য ইয়োগা থেকে বিদেশী ভাষা যেকোন কিছু আপনি আর্ন্তজাতিকভাবে শেখাতে পারেন ।
৯. কোডিং শিখুন গুরু (Guru), ই-ল্যান্স (eLance), আপওয়ার্ক, বি-ল্যান্সার এর মত মার্কেট প্লেস এ সফট্ওয়ার ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করুন ।
১০. ভার্চুয়াল অফিস অ্যাসিস্টেন্ট হিসাবে প্রশাসনিক বা টেকনিক্যাল কাজে দুরবর্তী সহতায় করতে পারেন । এক্ষেত্রে ই-ল্যান্স, টাস্কর্যাবিট (Task Rabbit) বা আপওয়ার্ক এ প্রচুর কাজ পাবেন।
১০. ভার্চুয়াল অফিস অ্যাসিস্টেন্ট হিসাবে প্রশাসনিক বা টেকনিক্যাল কাজে দুরবর্তী সহতায় করতে পারেন । এক্ষেত্রে ই-ল্যান্স, টাস্কর্যাবিট (Task Rabbit) বা আপওয়ার্ক এ প্রচুর কাজ পাবেন।
১১. স্ক্রিপ্ট রাইটার হিসাবে যেমন কোন ব্রাইজার এর এক্সটেনশন প্লাগিন, মোবাইল অ্যাপস (অ্যান্ড্রয়েড বা আইফোন) তৈরী করে আয় করুন । এক্ষেত্রে কোডকেনিওন (CodeCanyon),চুপা(Chupa) বা বিনপ্রেস (BinPress) এ আপনার কোডটি
বিক্রয় করে আয় করতে পারেন ।
১২. খুব সাধারণ কম্পিউটার জব যেমন ডাটা এন্ট্রি জব, ট্রান্সক্রাবিং কিংবা ভিজিটিং কার্ড তৈরী করে আয় করতে পারেন । এজন্য মেকানিক্যাল র্টাক (Machanical Turk) ব্যবহার করতে পারেন ।
বিক্রয় করে আয় করতে পারেন ।
১২. খুব সাধারণ কম্পিউটার জব যেমন ডাটা এন্ট্রি জব, ট্রান্সক্রাবিং কিংবা ভিজিটিং কার্ড তৈরী করে আয় করতে পারেন । এজন্য মেকানিক্যাল র্টাক (Machanical Turk) ব্যবহার করতে পারেন ।
১৩. সৃজনশীল কাজ যেমন লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ওয়েব ডিজাইন অন্যান্য মার্কেটিং এর উপাদানগুলো তৈরী করে অনলাইনে আয় করা সম্ভব । এক্ষেত্রে ৯৯ ডিজাইন (99 Designs), ক্রাউডস্প্রিং (CrowdSpring), ডিজাইনক্রাউডের (DesignCrowd) মত সাইটগুলো থেকে আয় করা যায় ।
১৪. আপনার কি ভাল কন্ঠ আছে । আপনার যদি ইংরেজীতে জড়তা না থাকে তবে উমানো, ভয়েসবানী ( VoiceBunny), ভয়েস ১২৩ (Voice 123) ভয়েস আর্টিষ্ট হিসাবে কাজ করে আয় করতে পারেন ।
১৪. আপনার কি ভাল কন্ঠ আছে । আপনার যদি ইংরেজীতে জড়তা না থাকে তবে উমানো, ভয়েসবানী ( VoiceBunny), ভয়েস ১২৩ (Voice 123) ভয়েস আর্টিষ্ট হিসাবে কাজ করে আয় করতে পারেন ।
১৫. অনেকেই আছেন যারা ভাল গান করেন । আপনি যদি ভাল গান করে থাকেন । তাহলে অ্যামাজন এমপিথ্রি, আইটিউন, প্যান্ডোরা, স্পটিফাই এর গান গুলো বিক্রয় করতে পারেন । এজন্য ডিস্ট্রোকিড (Distrokid), টিউনকোর (Tonecore), লাউডার এফএম (loudr.fm) বা সিডিবেবির (CDBaby) সাহায্য নিতে পারেন । আপনি চাইলে সরাসরি আপনার অডিও ফাইল গুলো অডিও জংগল (AudioJungle), পন্ড৫ (Pond5) বিক্রয় করতে পারেন ।
১৬. অ্যামাজান (Amazon) বা অন্যান অনলাইন স্টোরের অ্যাফিলিয়েটার হিসাবে অনেক ভাল আয় করা সম্ভব । এক্ষেত্রে ভিজিলিংক (Vigilink), শেয়ারএসেল (ShareASale), কমিশন জাংশন (CJ) বা লিংক শেয়ার (LinkShare) এর মতো সাইটগুলো অনেক ভাল কাজ করে ।
১৭. অনলাইনে টিউশন এর মাধ্যমে আয় করা সম্ভব । যেখানে অনলাইনে ক্লাস নেওয়া, ছাত্রছাত্রীদের সাহায্য করার কাজ পাওয়া যায় । টিউটর ডট কম (Tutor.com), ইন্টাএডু ( InstaEdu), টিউটোরিয়াল ভিসা (Tutor Vista) এর মত সাইটে খুব সহজেই অনলাইন শিক্ষক হওয়ার আবেদন করে অনলাইনে টিউশন করতে পারেন ।
১৭. অনলাইনে টিউশন এর মাধ্যমে আয় করা সম্ভব । যেখানে অনলাইনে ক্লাস নেওয়া, ছাত্রছাত্রীদের সাহায্য করার কাজ পাওয়া যায় । টিউটর ডট কম (Tutor.com), ইন্টাএডু ( InstaEdu), টিউটোরিয়াল ভিসা (Tutor Vista) এর মত সাইটে খুব সহজেই অনলাইন শিক্ষক হওয়ার আবেদন করে অনলাইনে টিউশন করতে পারেন ।
১৮. বিদেশীদের জন্য বাসা ভাড়া দিয়েও আয় করা যায় । আপনার ঘরে যদি খালি জায়গা থাকে তাহলে আপনার কি কি জিনিসপত্র আছে আজই লিস্ট তৈরী করে ফেলুন । এয়ারবিএনবি (Airbnb) কুসসার্ফিং (Couchsurfing) আপনাকে সাহায্য করবে ।
১৯. আপনি কি ফটোগ্রাফি করেন, আপনার ফটোগ্রাফি যদি ভাল হয় তবে ক্রিয়েটিভ মার্কেট (Creative Market), ফটোদুন (Photo Dune), আইস্টকফটো (iStock Photo), ইমেজএম্বেডেড(Img Embed) এ আপনার
তোলা ছবি গুলো বিক্রয় করতে পারেন ।
২০. পুরোনো অব্যবহৃত জিনিসপত্র, শিশুদের খেলনা, দুর্লভ বই বা অতি প্রাচীন বা শখের বস্তুগুলো সহজেই বিক্রয় করতে পারেন । ইবে, ক্রেগলিষ্ট, বিক্রয় ডট কম, কিংবা সেলবাজার এর মত সাইটে
বিক্রয় করতে পারেন ।
২০. পুরোনো অব্যবহৃত জিনিসপত্র, শিশুদের খেলনা, দুর্লভ বই বা অতি প্রাচীন বা শখের বস্তুগুলো সহজেই বিক্রয় করতে পারেন । ইবে, ক্রেগলিষ্ট, বিক্রয় ডট কম, কিংবা সেলবাজার এর মত সাইটে
বিক্রয় করতে পারেন ।
২১. আপনি একজন ওয়েবসাইট ব্যবহারকারী হিসাবেও আয় করতে পারেন । যেকোন ওয়েবসাইট টেষ্ট করুন, সুন্দর রিভিউ লিখুন একজন ব্যবহারকারী হিসাবে সাইটের সুবিধা অসুবিধা গুলো লিখে আয় করুন । ইউজারটেস্টার (User Testing) সাইটের সাহায্যে
আয় করুন ।
আয় করুন ।
২২. আপনি হয়ত বিভিন্ন সময় আপনার বন্ধু বান্ধবদের টেকনোলজির বিভিন্ন বিষয় নিয়ে সাহায্য করেছেন । তাহলে অনলাইনে কেন নয় ?স্কাইপে স্ক্রিন শেয়ার বা গুগল ক্রোমের দুরবর্তী স্ক্রিন শেয়ারের মাধ্যমে টেকনোলজি সাপোর্ট দিয়ে খুব সহজে আয় করতে পারেন।
২৩. ফিভার (Fiverr) ও পিপলস পার আওয়ার (People PerHour) এর অ্যাকাউন্ট করুন । এখানে সারা বিশ্বের অনেক বায়াররা বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে । এখানে অনুবাদের কাজ থেকে শুরুকরে গ্রাফিক্স ডিজাইন এসইও এবং অন্যান্য কাজ পাওয়া যায় ।
২৪. আপনি আপনার ওয়েবসাইট পুন বিক্রয় করেও আয় করতে পারেন । ফ্লিপপা(Flippa),গো-ড্যাডি অকশন(GoDaddy
Auctions),সিডো(Sedo) ইত্যাদি সাইটে আপনি আপনার ওয়েবসাইট পুনরায় বিক্রয় করতে পারেন ।
২৫. সর্বশেষ আপনি অনলাইন ব্যতীত অফলাইনে যেসকল ব্যবসার কথা চিন্তা করতে পারেন সবই অনলাইনে প্রয়োগ করা সম্ভব ।
২৫. সর্বশেষ আপনি অনলাইন ব্যতীত অফলাইনে যেসকল ব্যবসার কথা চিন্তা করতে পারেন সবই অনলাইনে প্রয়োগ করা সম্ভব ।
nice your post=
ReplyDelete