About me
My name is Shamim. I have completed H.S.C and working in an multimedia progarm. I am a blogger and I have Youtube channel that contains "Star Jihad". You can find my channel link some where in this bolg. This blog is a sample bloge for my tutorial.
You can find every thing here. So my friend """""Life is very Short but Nathing is not to be impossible life"""
আমি যখন তরুণ ছিলাম, তখন দি হোল আর্থ ক্যাটলগ নামের অসাধারণ একটা পত্রিকা প্রকাশিত হতো; যেটা কিনা ছিল আমাদের প্রজন্মের বাইবেল। এটা বের করতেন স্টুয়ার্ড র্ব্যান্ড নামের এক ভদ্রলোক। তিনি তাঁর কবিত্ব দিয়ে পত্রিকাটিকে জীবন্ত করে তুলেছিলেন।
You can find every thing here. So my friend """""Life is very Short but Nathing is not to be impossible life"""
আমি যখন তরুণ ছিলাম, তখন দি হোল আর্থ ক্যাটলগ নামের অসাধারণ একটা পত্রিকা প্রকাশিত হতো; যেটা কিনা ছিল আমাদের প্রজন্মের বাইবেল। এটা বের করতেন স্টুয়ার্ড র্ব্যান্ড নামের এক ভদ্রলোক। তিনি তাঁর কবিত্ব দিয়ে পত্রিকাটিকে জীবন্ত করে তুলেছিলেন।
স্টুয়ার্ট
ও তার টিম পত্রিকাটির অনেক সংখ্যা বের করেছিল। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে, আমার বয়স
ঠিক তোমাদের বয়সের কাছাকাছি, তখন পত্রিকাটির শেষ সংখ্যা প্রকাশিত হয়। বিদায়ী সেই সংখ্যার
শেষ পাতায় ছিল একটা ভোরের ছবি। তার নিচে লেখা তাদের বিদায়কালের বার্তা “ক্ষুধার্ত থেকো, বোকা থেকো”।
আমি
নিজেো সব সময় এটা মেনে চলার চেষ্টা করেছি আজ তোমরা যখন বিশ্ববিদ্যালয়ের গন্ডি ছেড়ে
আরও বড়, নতুন একটা জীবনে প্রবেশ করতে যাচ্ছ, আমি তোমাদেরও এটা মেনে চলার আহ্বান জানাচ্ছি।
Stay Hungry, Stay Foolissh.
ক্ষুধার্ত থেকো, বোকা থেকো।
তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক
মোঃ শামীম মিয়া
অজানা তথ্যে সমাহারের প্রতিষ্ঠাতা