Header Ads

  • তথ্যের কথা

    অনেক শক্তেপোক্ত ও গভীর সম্পর্ক নষ্ট হতে পারে বিয়ে সংক্রান্ত কিছু ভুলের কারণে

    বিশেষ করে যারা সদ্য বিয়ে করেছেন তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ বলেই মনে করেন টেক্সাসের হাস্টনের সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ জন গ্রে তিনি প্রায়ই নানা সমস্যা নিয়ে আসা দম্পতিদের কাউন্সেলিং করেন তার মতে অন্তত টি বিষাক্ত ভুল সম্পর্ককে নষ্ট করতে যথেষ্ট।
    এগুলো জেনে নিন :



    . অতীতের ভুল নিয়ে সঙ্গীকে দোষারোপ করা :

    মানুষ ভুল করে যেকোনো সময় তার ভুল হয়ে যেতে পারে আপনার সঙ্গী যখন কোনো ভুল করেই বসেন, তখন তাকে ভবিষ্যতের জন্য জমা করে রাখার দরকার নেই অনেকই মনে মনে ভেবে নেন যে, এখন কিছু বলা যাবে না সময় মতো ঠিকই বলা হবে অথচ অন্য কিছু করা উচিত আপনার জন বলেন, ভুলের সময়টাতে সঙ্গীকে বরং বোঝাতে হবে ।তার ভুল ধরিয়ে দিয়ে তাকে সচেতন করতে হবে যে ভুল করছেন, তার মাথায় তখন ঠিক বিষয়টা আসে না জন্যই তো ভুল করছেন তিনি কিন্তু ওই সময় ভুল ধরিয়ে না দিয়ে ভবিষ্যতে দোষারোপ করা সম্পর্ক নষ্টর অন্যমত কারণ হয়ে দাঁড়ায়

    . বিবাহিত জীবন ভিন্ন হবে না ধরে নেওয়া :

    হয়তো বিয়ের আগে দুজন চুটিয়ে প্রেম করছেন মনে হতে পারেবিবাহিত জীবন ভিন্ন আর কী হবে ? কিন্তু যখন আপনি সামাজিক আইনগত ভাবে একজন মানুষকে জীবন সঙ্গী হিসাবে ঘোষণা দিলেন, তখন আগের জীবন থেকে অনেক কিছুই বদলে গেল আসলে প্রেমের জীবন আপনার ওপর চাপ হয়তো কম ছিল কিন্তু এখন অনেক দিক থেকে চাপ বেড়ে গেছে আপনি সঙ্গীর সঙ্গে সুখে-দুঃখে সব সময় এক থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বিয়ের পরের জীবনকে আলাদা না ধরে নিলেই বিপদ নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে বিষাক্ত হয়ে উঠবে জীবন


    ৩. ব্যক্তিগত সমস্যার কথা বাবা-মাকে জানিয়ে দেওয়া :

    এটি অন্যতম জটিল সমস্যা বলে মনে করেন জন গ্রে । যদি নিজেদের অযাচিত সমস্যার কথা অভিভাবক পর্যায়ে আগেই জানিয়ে দেন, তো বিষয়টি আর ব্যক্তিগত পর্যায়ে থাকল না । হয়তো নিজেরাই সব ঠিক করে ফেলতে পারতেন । তাই সমস্যা দেখামাত্রই আলোচনা বসে পড়ুন । এটাকে বড়দের কাছে যেতে দেবেন না । তাহলেই সব বরবাদ হয়ে যাবে ।আসলেই বড়দের কাছ থেকে সমাধান আসে এমন সমস্যার ধাচঁ ভিন্ন । তাই ব্যক্তিগত সমস্যা নিজেদের মধ্যেই সমাধান করে ফেলুন ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728